Friday, July 26, 2024

রাঙা গোষ্ঠীর প্রার্থীকে হারিয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হলেন মিন্টু পাল, সংবাদ মাধ্যমের মুখ খুলতে গিয়েও বাধা পেলো সভাপতি ।।

 


রাঙা গোষ্ঠীর প্রার্থীকে হারিয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হলেন মিন্টু পাল, সংবাদ মাধ্যমের মুখ খুলতে গিয়েও বাধা পেলো সভাপতি ।।

বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন NEWS অগ্নির দপ্তরে ☎️ 9903070007

তৃণমূলের টান টান উত্তেজনার মধ্যে প্রশাসনের হস্তক্ষেপে বুধবার কড়া নিরাপত্তার বলয়ে খানাকুল-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচন হল । নতুন সহ-সভাপতি হলেন মিন্টু পাল। তিনি নইমুল হক গোষ্ঠীর প্রার্থীকে ২২-১৬ ভোটে পরাজিত করে জয়ী হন। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল । উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েত সমিতিতে সহ-সভাপতি এবং স্থায়ী সমিতির সদস্যদের পদত্যাগকে কেন্দ্র করে অচলাবস্থা চলছিল । কিছুদিন আগে এ ব্যাপারে সাধারণ সভাকে কেন্দ্র করে খানাকুল পঞ্চায়েত সমিতি উত্তপ্ত হয়ে ওঠে । সভাপতিসহ বেশ কয়েকজন সদস্য গুরুতর জখম হয়েছিলেন । তারপরই এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নির্বাচনের ব্যবস্থা করা হয় । যদিও তৃণমূল নেতা নইমুল হক এদিনের নির্বাচনকে প্রহসন বলে বর্ণনা করেন। তিনি বলেন, জেলা সভাপতি রামেন্দু সিংহরায় দিনটিকে কালা দিবসে পরিণত করেছেন। এখন শুনুন এই বিষয়ে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব রা কি জানালেন ।

ব্যুরো রিপোর্ট NEWS অগ্নি । নামে নয় কাজে সাংবাদিকতা ।


No comments:

Post a Comment