Monday, July 22, 2024

বিদ্যালয়ের সবুজ বাহিনী এলাকার বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষরোপন করলো।

Facebook 👉  https://www.facebook.com/share/v/6cPhjwV6wrBcNmiL/?mibextid=qi2Omg 

বন মহোৎসব উপলক্ষে রামনগর অতুল বিদ্যালয়ের


সবুজ বাহিনী খানাকুল এলাকার বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষ রোপন করে । বৃক্ষরোপন
YOUTUBE👉 https://youtu.be/RXx0mASEHjo

রার জন্য ছাত্র-ছাত্রীদের নিয়ে কয়েকটি দল তৈরি করা হয় । বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে দলগুলির নামকরণ করা হয় । রোপন করা বৃক্ষ গুলির সারা বছরের দায়িত্ব ওই দলগুলির উপরই অর্পিত হয় ।

যেমন চিপকো আন্দোলনের সুন্দর লাল বহুগুনা, গৌরী দেবী । বিষ্ণোই আন্দোলনের অমৃতা দেবী।
নর্মদা বাঁচাও আন্দোলনের মেধা পাটকর।
সমগ্র বিষয়ে জানালেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আঢ‍্য কি জানালেন ।।

বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন NEWS অগ্নির দপ্তরে ☎️ 9903070007

ব্যুরো রিপোর্ট NEWS অগ্নি । নামে নয় কাজে সাংবাদিকতা ।

No comments:

Post a Comment