Friday, December 11, 2020

আজ 11/12/2020 তারিখ শুক্রবার দুপুর 2 টোয় বঙ্গ ধ্বনি যাত্রার সূচনা হয় পদযাত্রার মধ্য দিয়ে ৷ খানাকুল 202 বিধান সভার মধ্যবর্তী স্থান রামনগর মামনি সিনেমা হল থেকে কামারশাল বাস স্ট্যান্ড পর্যন্ত। খানাকুল বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব পদাধিকারী ও সকল স্তরের জনপ্রতিনিধিগণ ও সকল কর্মী-সমর্থকদের নিয়ে এই মহা মিছিল হয় হুগলী জেলার তৃণমূল সম্পাদক নজিবুল করিমের নেতৃত্বে।রিপোর্ট :- NEWS অগ্নি


আজ 11/12/2020 তারিখ শুক্রবার দুপুর 2 টোয় বঙ্গ ধ্বনি যাত্রার সূচনা হয় পদযাত্রার মধ্য দিয়ে ৷ খানাকুল 202 বিধান সভার মধ্যবর্তী স্থান রামনগর মামনি সিনেমা হল থেকে কামারশাল বাস স্ট্যান্ড পর্যন্ত। খানাকুল বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব  পদাধিকারী ও সকল স্তরের জনপ্রতিনিধিগণ ও সকল কর্মী-সমর্থকদের নিয়ে এই মহা মিছিল হয় হুগলী জেলার তৃণমূল সম্পাদক নজিবুল করিমের নেতৃত্বে।
রিপোর্ট :- NEWS অগ্নি

Sunday, September 27, 2020

খানাকুল 2 ব্লকের রাজহাটি 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে খানাকুল এর রাজহাটি টাটা atm এর সামনে পাড়ার কিছু সমাজ সেবী নিজেদের উদ্যোগে,রাস্তায় মাসের পর মাস নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখে কোদাল দিয়ে পরিষ্কার করছে।এই উদ্যোগ কে পাড়া প্রতিবেশী ধন্যবাদ জানিয়েছেন। এই পরিবেশকে স্বচ্ছ করে তোলার জন্য ওনাদের এই উদ্যোগ। 1.প্ৰদূত ঘোষ 2. ভোলা ঘোষ, 3. নিগমেন্দু বের, 4 .ছোট্টু ঘোষ । রিপোর্ট :- NEWS অগ্নি

খানাকুল 2 ব্লকের রাজহাটি 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে খানাকুল এর রাজহাটি টাটা atm এর সামনে পাড়ার কিছু সমাজ সেবী নিজেদের উদ্যোগে,রাস্তায় মাসের পর মাস নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখে কোদাল দিয়ে পরিষ্কার করছে।এই উদ্যোগ কে পাড়া প্রতিবেশী ধন্যবাদ জানিয়েছেন। এই পরিবেশকে স্বচ্ছ করে তোলার জন্য ওনাদের এই উদ্যোগ। 1.প্ৰদূত ঘোষ 2. ভোলা ঘোষ, 3. নিগমেন্দু বের, 4 .ছোট্টু ঘোষ  । রিপোর্ট :- NEWS অগ্নি

Friday, September 25, 2020

গত ২৩/০৯/২০২০ বুধবার ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের পক্ষ থেকে খানাকুল ২ ব্লকের ও ১ ব্লকের সাংগঠনিক আলোচনা , পূজা - পাঠ বিষয়ক আলোচনা , এবং 4ঠা অক্টোবর ২০২০ হুগলী জেলার টোল (যেখানে ব্রাহ্মণ দের নিয়ে পূজা অর্চনা শেখানো হবে।) উদ্বোধন ও প্রসেসন ...রাজহাটিতে । এই রকম টাই জানালেন ট্রাষ্টের জেনারেল সেক্রেটারি & ফাউন্ডার মাননীয় সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয়। উপস্থিত ছিলেন এই ট্রাষ্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয় এবং বোর্ড সদস্য উজ্জ্বল বটব্যাল মহাশয়। উক্ত অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আশীষ ভট্টাচার্য্য মহাশয়,প্রতাপ চক্রবর্ত্তী মহাশয় সহ রবীন ব্যানার্জী (হুগলী সভাপতি) , বিশ্বজিৎ রাজপন্ডিত, ভৈরব মিশ্র, ব্লক সভাপতি দীপঙ্কর চক্রবর্ত্তী ও ব্লক সম্পাদক রূপনারায়ন চক্রবর্ত্তী মহাশয়,এবং উপস্থিত সদস্য মন্ডলী । উনি এও জানান যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সবে পথ চলা শুরু,চলতে হবে অনেক দূর। ওই সভা থেকে কড়া হুঁশিয়ারি দেয়া হয় যে ব্রাহ্মণদেরকে কেও অপদস্ত করলে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রিপোর্ট :- NEWS অগ্নি

গত ২৩/০৯/২০২০ বুধবার ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের পক্ষ থেকে খানাকুল ২ ব্লকের ও ১ ব্লকের সাংগঠনিক আলোচনা , পূজা - পাঠ বিষয়ক আলোচনা ,  এবং 4ঠা অক্টোবর ২০২০ হুগলী জেলার টোল (যেখানে ব্রাহ্মণ দের নিয়ে পূজা অর্চনা শেখানো হবে।) উদ্বোধন ও প্রসেসন ...রাজহাটিতে । এই রকম টাই জানালেন ট্রাষ্টের জেনারেল সেক্রেটারি & ফাউন্ডার মাননীয় সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয়।  উপস্থিত ছিলেন এই ট্রাষ্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয় এবং বোর্ড সদস্য উজ্জ্বল বটব্যাল মহাশয়। উক্ত অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আশীষ ভট্টাচার্য্য মহাশয়,প্রতাপ চক্রবর্ত্তী মহাশয় সহ রবীন ব্যানার্জী (হুগলী সভাপতি) , বিশ্বজিৎ রাজপন্ডিত, ভৈরব মিশ্র, ব্লক সভাপতি দীপঙ্কর চক্রবর্ত্তী ও ব্লক সম্পাদক রূপনারায়ন চক্রবর্ত্তী মহাশয়,এবং উপস্থিত সদস্য মন্ডলী । উনি এও জানান যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সবে পথ চলা শুরু,চলতে হবে অনেক দূর। ওই সভা থেকে কড়া হুঁশিয়ারি দেয়া হয় যে ব্রাহ্মণদেরকে  কেও অপদস্ত করলে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
রিপোর্ট :- NEWS অগ্নি

Thursday, June 25, 2020

হওড়া :- ব্রাহ্মণ ট্রাষ্টের পক্ষ থেকে হাওড়া জেলার শিবপুর ব্লকের অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডে বালিটিকুরী বকুলতলা 2 নম্বর রামকৃষ্ণ পল্লীতে এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সৌমেন ব্যানার্জীর সহযোগিতা অম্ববাচি উপলক্ষে ব্রত পালনকারীদের ফল মিস্টি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন শিবপুর ব্লকের সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী।এই অনুষ্ঠানের আহ্বাক সুব্রত চক্রবর্ত্তী (ব্রাহ্মণ সংগঠনে জেলার লিডার।রিপোর্ট :- NEWS অগ্নি

ব্রাহ্মণ ট্রাষ্টের পক্ষ থেকে হাওড়া জেলার শিবপুর ব্লকের অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডে বালিটিকুরী বকুলতলা 2 নম্বর রামকৃষ্ণ পল্লীতে এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সৌমেন ব্যানার্জীর সহযোগিতা অম্ববাচি উপলক্ষে  ব্রত পালনকারীদের ফল মিস্টি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন শিবপুর ব্লকের  সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী।
এই অনুষ্ঠানের আহ্বাক সুব্রত চক্রবর্ত্তী (ব্রাহ্মণ সংগঠনে জেলার লিডার।

রিপোর্ট :- NEWS অগ্নি

Thursday, June 18, 2020

লাদাখ সীমান্তে শহীদ ভারত মাতার বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও স্মরণে.....কোলাঘাট তৃণমূল।

লাদাখ সীমান্তে শহীদ ভারত মাতার বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও স্মরণে..... কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস

Monday, June 8, 2020

আজ সকালে হুগলি জেলার খানাকুল থানার অনন্তনগরে বাইক এবং ট্রাক্টর এর সংঘর্ষ।বাইকে ছিলেন মেদিনীপুরের মামুদপুর বন্ধন ব্যাংক ব্রাঞ্চ হেড। স্থানীয় সূত্রে খবর একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নিজের রাস্তা ছেড়ে উল্টো দিক থেকে আসা একটি বাইক আরোহী সহ ইলেক্ট্রিক পোস্টারে ধাক্কা মারে। আহত ব্যক্তির নাম তন্ময় কুমার মারিক (40+) বাড়ি সেওরাফুলি বৈদবাটি। ঘটনাটি ঘটে অফিস যাওয়ার পথে। ওই সময় সঙ্গে ছিলেন ওনার ব্রাঞ্চের আ্যসিস্টেন ব্রাঞ্চ হেড সমর কুমার মন্ডল মহাশয় ।উনি সাখৎকারে জানাই উনি এবং স্থানীয় মানুষ জন তৎক্ষণাৎ গুরুতর জখম ব্যক্তিকে খানাকুল হসপিটালে এ ভর্তি করেন। পরে পাশাপাশি ব্রাঞ্চ থেকে স্টাফ এসেও সহযোগিতা করেন। এবং সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়। পরে খানাকুল হসপিটাল থেকে আরামবাগ হসপিটালে স্থানান্তরিত করার জন্য বাড়ির লোকেদের জানানো হয়। খানাকুল থানার পক্ষ থেকে হসপিটালে এসে রিপোর্ট নেন। আমরা অনেক সময় দেখি অনেকেই লাইসেন্স ছাড়া গাড়ি চালায়। অন্যদিকে গাড়ী চালকের লাইসেন্স নাই। কি বললো গাড়ি চালক এবং মালিক, আমরা দেখাব..রিপোর্ট :- NEWS অগ্নি☎️ 9903070007 / 9330015603

Friday, May 22, 2020

হাওড়া , বাগনান :- মাটিতে ওয়েস্টার্ন মাশরুম চাষ। নষ্ট হয়ে যাওয়া মাশরুম বীজ ফেলে না দিয়ে লঙ্কা গাছের মাটিতে মিশিয়ে দিয়েছিলেন । ১৪ দিন পরে দেখা যায় মাটি থেকেই মাশরুম বেরিয়েছে। তাছাড়া একটি লঙ্কা গাছের মাটিতে মিশিয়ে দেওয়ার পর বৃদ্ধি দেখুন গাছের । যিনি চাষ করেছে ওনার নাম জাভেদ মহাশয় । ওনাকে আগেও অনেকবার মাশরুম চাষ করতে দেখা গেছে।এবং খুব ভালো ফসল ফলিয়ে দেখিয়ে দিয়েছে। রিপোর্ট :- NEWS অগ্নি

হাওড়া , বাগনান :- মাটিতে ওয়েস্টার্ন মাশরুম চাষ। নষ্ট হয়ে যাওয়া মাশরুম বীজ ফেলে না দিয়ে লঙ্কা গাছের মাটিতে মিশিয়ে দিয়েছিলেন । ১৪ দিন পরে দেখা যায় মাটি থেকেই মাশরুম বেরিয়েছে। তাছাড়া একটি লঙ্কা গাছের মাটিতে মিশিয়ে দেওয়ার পর বৃদ্ধি দেখুন গাছের । যিনি চাষ করেছে ওনার নাম জাভেদ মহাশয় । ওনাকে আগেও অনেকবার মাশরুম চাষ করতে দেখা গেছে।এবং খুব ভালো ফসল ফলিয়ে দেখিয়ে দিয়েছে।
 রিপোর্ট :- NEWS অগ্নি
☎️ 9903070007

Sunday, May 10, 2020

গতকাল থেকে খানাকুল থানার অন্তর্গত রাজহাটি থেকে হরিসচক ঘাট যাবার মুখে সাধারণ মানুষের পথ অবরোধ । স্থানীয় সূত্রে জানা গেছে যেহেতু গতকাল থেকে বহিরাগত রা নিজের বাড়িতে ফিরছে তাই গ্রাম বাসীরা এই উদ্দ্যোগ নিয়েছে।সঙ্গে বহিরাগতরা বাড়ি ফিরে বাড়ি থেকে তার বাইরে বেরোচ্ছে কিনা,সেদিকেও নজর রাখছে স্থানীয় মানুষজন।রিপোর্ট:-NEWS অগ্নি

গতকাল থেকে খানাকুল থানার অন্তর্গত রাজহাটি থেকে হরিসচক ঘাট যাবার মুখে সাধারণ মানুষের পথ অবরোধ । স্থানীয় সূত্রে জানা গেছে যেহেতু গতকাল থেকে বহিরাগত রা নিজের বাড়িতে ফিরছে তাই গ্রাম বাসীরা এই উদ্দ্যোগ নিয়েছে।সঙ্গে বহিরাগতরা বাড়ি ফিরে বাড়ি থেকে তার বাইরে বেরোচ্ছে কিনা,সেদিকেও নজর রাখছে স্থানীয় মানুষজন।

রিপোর্ট:-
NEWS অগ্নি

Monday, April 13, 2020

খানাকুল :- গতকাল রাতে খানাকুলের রাজহাটী সিনেমাতলায় কালিমাতা মিষ্টান্ন ভান্ডারে আগুন ফ্রিজ থেকে। News অগ্নি

খানাকুল :- গতকাল রাতে খানাকুলের রাজহাটী সিনেমাতলায় কালিমাতা মিষ্টান্ন ভান্ডারে আগুন ফ্রিজ থেকে।
News অগ্নি

Monday, April 6, 2020

কোলাঘাট ব্লকের বিশিষ্ট সমাজসেবী রাজীব জৈন । ওনার মা এবং স্ত্রী মোট 7000 হাজার টাকার দুটি চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এ কোলাঘাট BDO সাহেবের হতে সরাসরি তুলে দেন। এইরকম ভাবে সবাই একটু একটু করে এগিয়ে এলে।আমাদের রাজ্যের ও কেন্দ্রের সাধারণ মানুষদের অনেকটা সুবিধা হবে। রাজীব জৈন আরো বলেন সরকার যেমন আমাদের পাশে আছে, তেমনি সাধারণ মানুষের উচিত অবশ্যই সরকার এর পাশে থাকা। এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নির্দেশ মেনে চলা COVID-19। রিপোর্ট:- NEWS অগ্নি

কোলাঘাট ব্লকের বিশিষ্ট সমাজসেবী রাজীব জৈন । ওনার মা এবং স্ত্রী মোট 7000 হাজার টাকার দুটি চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এ কোলাঘাট BDO সাহেবের হতে সরাসরি তুলে দেন। এইরকম ভাবে সবাই একটু একটু করে এগিয়ে এলে।আমাদের রাজ্যের ও কেন্দ্রের সাধারণ মানুষদের অনেকটা সুবিধা হবে। রাজীব জৈন আরো বলেন সরকার যেমন আমাদের পাশে আছে, তেমনি সাধারণ মানুষের উচিত অবশ্যই সরকার এর পাশে থাকা। এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নির্দেশ মেনে চলা COVID-19।

রিপোর্ট :- NEWS অগ্নি

রিপোর্ট:- NEWS অগ্নি


Sunday, April 5, 2020

খানাকুল , রাজহাটি :- রাজহাটী 2 গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জনসাধারণ কে জানানো হইতেছে যে.... ভূগর্ভস্থ জলস্তর নীচে নেমে যাওয়ার জন্য এবং বিদ্যুৎ পরিষেবা 300 voltage এর নিচে থাকার কারণে জল পরিষেবা অনিয়মিত হচ্ছে। এবং সকাল 10 টার জল নাও দেওয়া হইতে পারে, যতদিন না ঐ সমস্যা দুটি সমাধান হচ্ছে ততদিন কোনভাবেই জল পরিষেবা নিয়মিত হইবে না। অনিচ্ছা কৃত এই ত্রুটির জন্য এলাকার সকল স্তরের শান্তি প্রিয় মানুষ এর সহযোগিতা কামনা করি।। রাজহাটী 2 গ্রা:প: হইতে এই তথ্য জানালেন রাজহাটি 2 পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীর প্রামানিক উপপ্রধান অনুপ মান্না মহাশয়রিপোর্ট :- NEWS অগ্নি ☎️ 9903070007 নিউজ অগ্নি ফেসবুক পেজ https://www.facebook.com/groups/431853656967025/ সঙ্গে থাকুন আমাদের নিউজ অগ্নি পর্দায় পরবর্তী ভিডিও দেখার জন্য।বন্ধুরা বিভিন্ন রকমের পরবর্তী নিউস ভিডিও দেখার জন্য এই YOUTUBE চ্যানেলটি SUBCRIBED ও 🔔আইকন এ ক্লিক করুন।https://www.youtube.com/channel/UCxzZXDKe4pQbUdz2tMzkMvQWebsite:- http://newsagnimedia.blogspot.com/

খানাকুল , রাজহাটি :- রাজহাটী 2 গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জনসাধারণ কে জানানো হইতেছে  যে.... ভূগর্ভস্থ জলস্তর নীচে নেমে যাওয়ার জন্য এবং   বিদ্যুৎ পরিষেবা 300 voltage এর নিচে থাকার কারণে জল পরিষেবা অনিয়মিত হচ্ছে। এবং সকাল 10 টার জল নাও দেওয়া হইতে পারে, যতদিন না ঐ সমস্যা দুটি সমাধান হচ্ছে ততদিন কোনভাবেই জল পরিষেবা নিয়মিত হইবে না। অনিচ্ছা কৃত এই ত্রুটির জন্য এলাকার সকল স্তরের শান্তি প্রিয় মানুষ এর সহযোগিতা কামনা করি।। 
                রাজহাটী 2 গ্রা:প: হইতে 

এই তথ্য জানালেন রাজহাটি 2 পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীর প্রামানিক উপপ্রধান অনুপ মান্না মহাশয়

রিপোর্ট :- NEWS অগ্নি
     ☎️ 9903070007

  নিউজ অগ্নি ফেসবুক পেজ 

https://www.facebook.com/groups/431853656967025/ 


সঙ্গে থাকুন আমাদের নিউজ অগ্নি পর্দায় পরবর্তী ভিডিও দেখার জন্য।

বন্ধুরা বিভিন্ন রকমের পরবর্তী নিউস ভিডিও  দেখার জন্য এই YOUTUBE চ্যানেলটি SUBCRIBED ও  🔔আইকন এ ক্লিক করুন।

https://www.youtube.com/channel/UCxzZXDKe4pQbUdz2tMzkMvQ



Website:- http://newsagnimedia.blogspot.com/

খানাকুলে বোরোজলের এখন ভরসা রিভার পাম্প

এখন সেই ভাবে খানাকুলে নেতা মন্ত্রীর দেখা মিলছে না। তারই মধ্যে এক প্রান্ত থেকে আরেক  প্রান্তের মানুষের বিপদে একাই তার সাথীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন ভাবে নজিবুল করিম,এবার দেখাবো আমাদের পর্দায় অন্য খবর নিয়ে। বোরো জলের বিকল্প রাস্তা লিভার পাম্প। হুগলী জেলায় সর্ব প্রথম স্থাপন করা হলো লিভার পাম্প। যেটি খানাকুলের ১ & ২ নম্বর ব্লকের চাষীরা চাষের জল সরবরাহ পাবে।বোরো জল ছাড়াও নদীর জল পাম্প করে চাষের জলের যোগান অফুরন্ত পাওয়া যাবে। যে বোরোজল নিয়ে এক সময় খানাকুলের বুকে মারপিঠ ,বাস রাস্তায় ধানগাছ,গাছের গুঁড়ি দিয়ে আটকে বোরো জল আনার দাবি থাকতো প্রতি বছর কৃষকদের , গতকাল থেকে খানাকুলের বিভিন্ন প্রান্তে লিভার পাম্প চালু হয়ে গেছে। সিপিএম, বিজেপি এর আগে এইরকম উদ্যোগ নেয়নি পরিষ্কার জানিয়ে দিলেন নজিবুল করিম। উদ্দোক নিয়েছিলেন সর্ব প্রথম হুগলী জেলার খানাকুল 202 বিধান সভার আহ্বাক তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম।সঙ্গে ছিলেন পঞ্চায়েত কর্মদক্ষ নুরনবী মন্ডল,স্থানীয় পঞ্চায়েত,ব্লক, এবং দায়িত্ব প্রাপ্ত নেতা নেত্রী ও মন্ত্রী মহোদয়। আনুমানিক খরচ প্রায় 3 কোটি।
দেখুন পুরো ভিডিওটি NEWS অগ্নির পর্দায়।
রিপোর্ট:- NEWS অগ্নি

Tuesday, March 31, 2020

খানাকুল রাজহাটি :- লকডাউন ভাঙছে, মানুষজন সচেতন নয়। লকডাউন পাবলিক মানছে না। পুলিশ এর মারের চোটে কিছু দিন বাধ্য ছিলো। তার ই চিত্র দেখুন News অগ্নির পর্দায়। 📱9903070007রাজহাটী খানাকুল এর বাউন পুকুরের পারে। এই ভাবে কি করোনা আটকানো সম্ভব উদ্বেগ স্থানীয় মানুষজন। প্রশাসনের দেখাও মিলছেনা বেশ কিছু জায়গায়রিপোর্ট:- News অগ্নি9903070007

খানাকুল রাজহাটি :- লকডাউন ভাঙছে, মানুষজন সচেতন নয়। লকডাউন পাবলিক মানছে না। পুলিশ এর মারের চোটে কিছু দিন বাধ্য ছিলো। তার ই চিত্র দেখুন News অগ্নির পর্দায়। 📱9903070007
রাজহাটী খানাকুল এর বাউন পুকুরের পারে। এই ভাবে কি করোনা আটকানো সম্ভব উদ্বেগ স্থানীয় মানুষজন। প্রশাসনের দেখাও মিলছেনা বেশ কিছু জায়গায়

রিপোর্ট:- News অগ্নি