Sunday, April 5, 2020

খানাকুলে বোরোজলের এখন ভরসা রিভার পাম্প

এখন সেই ভাবে খানাকুলে নেতা মন্ত্রীর দেখা মিলছে না। তারই মধ্যে এক প্রান্ত থেকে আরেক  প্রান্তের মানুষের বিপদে একাই তার সাথীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন ভাবে নজিবুল করিম,এবার দেখাবো আমাদের পর্দায় অন্য খবর নিয়ে। বোরো জলের বিকল্প রাস্তা লিভার পাম্প। হুগলী জেলায় সর্ব প্রথম স্থাপন করা হলো লিভার পাম্প। যেটি খানাকুলের ১ & ২ নম্বর ব্লকের চাষীরা চাষের জল সরবরাহ পাবে।বোরো জল ছাড়াও নদীর জল পাম্প করে চাষের জলের যোগান অফুরন্ত পাওয়া যাবে। যে বোরোজল নিয়ে এক সময় খানাকুলের বুকে মারপিঠ ,বাস রাস্তায় ধানগাছ,গাছের গুঁড়ি দিয়ে আটকে বোরো জল আনার দাবি থাকতো প্রতি বছর কৃষকদের , গতকাল থেকে খানাকুলের বিভিন্ন প্রান্তে লিভার পাম্প চালু হয়ে গেছে। সিপিএম, বিজেপি এর আগে এইরকম উদ্যোগ নেয়নি পরিষ্কার জানিয়ে দিলেন নজিবুল করিম। উদ্দোক নিয়েছিলেন সর্ব প্রথম হুগলী জেলার খানাকুল 202 বিধান সভার আহ্বাক তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম।সঙ্গে ছিলেন পঞ্চায়েত কর্মদক্ষ নুরনবী মন্ডল,স্থানীয় পঞ্চায়েত,ব্লক, এবং দায়িত্ব প্রাপ্ত নেতা নেত্রী ও মন্ত্রী মহোদয়। আনুমানিক খরচ প্রায় 3 কোটি।
দেখুন পুরো ভিডিওটি NEWS অগ্নির পর্দায়।
রিপোর্ট:- NEWS অগ্নি

No comments:

Post a Comment