Friday, September 25, 2020

গত ২৩/০৯/২০২০ বুধবার ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের পক্ষ থেকে খানাকুল ২ ব্লকের ও ১ ব্লকের সাংগঠনিক আলোচনা , পূজা - পাঠ বিষয়ক আলোচনা , এবং 4ঠা অক্টোবর ২০২০ হুগলী জেলার টোল (যেখানে ব্রাহ্মণ দের নিয়ে পূজা অর্চনা শেখানো হবে।) উদ্বোধন ও প্রসেসন ...রাজহাটিতে । এই রকম টাই জানালেন ট্রাষ্টের জেনারেল সেক্রেটারি & ফাউন্ডার মাননীয় সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয়। উপস্থিত ছিলেন এই ট্রাষ্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয় এবং বোর্ড সদস্য উজ্জ্বল বটব্যাল মহাশয়। উক্ত অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আশীষ ভট্টাচার্য্য মহাশয়,প্রতাপ চক্রবর্ত্তী মহাশয় সহ রবীন ব্যানার্জী (হুগলী সভাপতি) , বিশ্বজিৎ রাজপন্ডিত, ভৈরব মিশ্র, ব্লক সভাপতি দীপঙ্কর চক্রবর্ত্তী ও ব্লক সম্পাদক রূপনারায়ন চক্রবর্ত্তী মহাশয়,এবং উপস্থিত সদস্য মন্ডলী । উনি এও জানান যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সবে পথ চলা শুরু,চলতে হবে অনেক দূর। ওই সভা থেকে কড়া হুঁশিয়ারি দেয়া হয় যে ব্রাহ্মণদেরকে কেও অপদস্ত করলে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রিপোর্ট :- NEWS অগ্নি

গত ২৩/০৯/২০২০ বুধবার ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের পক্ষ থেকে খানাকুল ২ ব্লকের ও ১ ব্লকের সাংগঠনিক আলোচনা , পূজা - পাঠ বিষয়ক আলোচনা ,  এবং 4ঠা অক্টোবর ২০২০ হুগলী জেলার টোল (যেখানে ব্রাহ্মণ দের নিয়ে পূজা অর্চনা শেখানো হবে।) উদ্বোধন ও প্রসেসন ...রাজহাটিতে । এই রকম টাই জানালেন ট্রাষ্টের জেনারেল সেক্রেটারি & ফাউন্ডার মাননীয় সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয়।  উপস্থিত ছিলেন এই ট্রাষ্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী মহাশয় এবং বোর্ড সদস্য উজ্জ্বল বটব্যাল মহাশয়। উক্ত অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আশীষ ভট্টাচার্য্য মহাশয়,প্রতাপ চক্রবর্ত্তী মহাশয় সহ রবীন ব্যানার্জী (হুগলী সভাপতি) , বিশ্বজিৎ রাজপন্ডিত, ভৈরব মিশ্র, ব্লক সভাপতি দীপঙ্কর চক্রবর্ত্তী ও ব্লক সম্পাদক রূপনারায়ন চক্রবর্ত্তী মহাশয়,এবং উপস্থিত সদস্য মন্ডলী । উনি এও জানান যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সবে পথ চলা শুরু,চলতে হবে অনেক দূর। ওই সভা থেকে কড়া হুঁশিয়ারি দেয়া হয় যে ব্রাহ্মণদেরকে  কেও অপদস্ত করলে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
রিপোর্ট :- NEWS অগ্নি

No comments:

Post a Comment