Monday, April 13, 2020

খানাকুল :- গতকাল রাতে খানাকুলের রাজহাটী সিনেমাতলায় কালিমাতা মিষ্টান্ন ভান্ডারে আগুন ফ্রিজ থেকে। News অগ্নি

খানাকুল :- গতকাল রাতে খানাকুলের রাজহাটী সিনেমাতলায় কালিমাতা মিষ্টান্ন ভান্ডারে আগুন ফ্রিজ থেকে।
News অগ্নি

Monday, April 6, 2020

কোলাঘাট ব্লকের বিশিষ্ট সমাজসেবী রাজীব জৈন । ওনার মা এবং স্ত্রী মোট 7000 হাজার টাকার দুটি চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এ কোলাঘাট BDO সাহেবের হতে সরাসরি তুলে দেন। এইরকম ভাবে সবাই একটু একটু করে এগিয়ে এলে।আমাদের রাজ্যের ও কেন্দ্রের সাধারণ মানুষদের অনেকটা সুবিধা হবে। রাজীব জৈন আরো বলেন সরকার যেমন আমাদের পাশে আছে, তেমনি সাধারণ মানুষের উচিত অবশ্যই সরকার এর পাশে থাকা। এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নির্দেশ মেনে চলা COVID-19। রিপোর্ট:- NEWS অগ্নি

কোলাঘাট ব্লকের বিশিষ্ট সমাজসেবী রাজীব জৈন । ওনার মা এবং স্ত্রী মোট 7000 হাজার টাকার দুটি চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এ কোলাঘাট BDO সাহেবের হতে সরাসরি তুলে দেন। এইরকম ভাবে সবাই একটু একটু করে এগিয়ে এলে।আমাদের রাজ্যের ও কেন্দ্রের সাধারণ মানুষদের অনেকটা সুবিধা হবে। রাজীব জৈন আরো বলেন সরকার যেমন আমাদের পাশে আছে, তেমনি সাধারণ মানুষের উচিত অবশ্যই সরকার এর পাশে থাকা। এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নির্দেশ মেনে চলা COVID-19।

রিপোর্ট :- NEWS অগ্নি

রিপোর্ট:- NEWS অগ্নি


Sunday, April 5, 2020

খানাকুল , রাজহাটি :- রাজহাটী 2 গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জনসাধারণ কে জানানো হইতেছে যে.... ভূগর্ভস্থ জলস্তর নীচে নেমে যাওয়ার জন্য এবং বিদ্যুৎ পরিষেবা 300 voltage এর নিচে থাকার কারণে জল পরিষেবা অনিয়মিত হচ্ছে। এবং সকাল 10 টার জল নাও দেওয়া হইতে পারে, যতদিন না ঐ সমস্যা দুটি সমাধান হচ্ছে ততদিন কোনভাবেই জল পরিষেবা নিয়মিত হইবে না। অনিচ্ছা কৃত এই ত্রুটির জন্য এলাকার সকল স্তরের শান্তি প্রিয় মানুষ এর সহযোগিতা কামনা করি।। রাজহাটী 2 গ্রা:প: হইতে এই তথ্য জানালেন রাজহাটি 2 পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীর প্রামানিক উপপ্রধান অনুপ মান্না মহাশয়রিপোর্ট :- NEWS অগ্নি ☎️ 9903070007 নিউজ অগ্নি ফেসবুক পেজ https://www.facebook.com/groups/431853656967025/ সঙ্গে থাকুন আমাদের নিউজ অগ্নি পর্দায় পরবর্তী ভিডিও দেখার জন্য।বন্ধুরা বিভিন্ন রকমের পরবর্তী নিউস ভিডিও দেখার জন্য এই YOUTUBE চ্যানেলটি SUBCRIBED ও 🔔আইকন এ ক্লিক করুন।https://www.youtube.com/channel/UCxzZXDKe4pQbUdz2tMzkMvQWebsite:- http://newsagnimedia.blogspot.com/

খানাকুল , রাজহাটি :- রাজহাটী 2 গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জনসাধারণ কে জানানো হইতেছে  যে.... ভূগর্ভস্থ জলস্তর নীচে নেমে যাওয়ার জন্য এবং   বিদ্যুৎ পরিষেবা 300 voltage এর নিচে থাকার কারণে জল পরিষেবা অনিয়মিত হচ্ছে। এবং সকাল 10 টার জল নাও দেওয়া হইতে পারে, যতদিন না ঐ সমস্যা দুটি সমাধান হচ্ছে ততদিন কোনভাবেই জল পরিষেবা নিয়মিত হইবে না। অনিচ্ছা কৃত এই ত্রুটির জন্য এলাকার সকল স্তরের শান্তি প্রিয় মানুষ এর সহযোগিতা কামনা করি।। 
                রাজহাটী 2 গ্রা:প: হইতে 

এই তথ্য জানালেন রাজহাটি 2 পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীর প্রামানিক উপপ্রধান অনুপ মান্না মহাশয়

রিপোর্ট :- NEWS অগ্নি
     ☎️ 9903070007

  নিউজ অগ্নি ফেসবুক পেজ 

https://www.facebook.com/groups/431853656967025/ 


সঙ্গে থাকুন আমাদের নিউজ অগ্নি পর্দায় পরবর্তী ভিডিও দেখার জন্য।

বন্ধুরা বিভিন্ন রকমের পরবর্তী নিউস ভিডিও  দেখার জন্য এই YOUTUBE চ্যানেলটি SUBCRIBED ও  🔔আইকন এ ক্লিক করুন।

https://www.youtube.com/channel/UCxzZXDKe4pQbUdz2tMzkMvQ



Website:- http://newsagnimedia.blogspot.com/

খানাকুলে বোরোজলের এখন ভরসা রিভার পাম্প

এখন সেই ভাবে খানাকুলে নেতা মন্ত্রীর দেখা মিলছে না। তারই মধ্যে এক প্রান্ত থেকে আরেক  প্রান্তের মানুষের বিপদে একাই তার সাথীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন ভাবে নজিবুল করিম,এবার দেখাবো আমাদের পর্দায় অন্য খবর নিয়ে। বোরো জলের বিকল্প রাস্তা লিভার পাম্প। হুগলী জেলায় সর্ব প্রথম স্থাপন করা হলো লিভার পাম্প। যেটি খানাকুলের ১ & ২ নম্বর ব্লকের চাষীরা চাষের জল সরবরাহ পাবে।বোরো জল ছাড়াও নদীর জল পাম্প করে চাষের জলের যোগান অফুরন্ত পাওয়া যাবে। যে বোরোজল নিয়ে এক সময় খানাকুলের বুকে মারপিঠ ,বাস রাস্তায় ধানগাছ,গাছের গুঁড়ি দিয়ে আটকে বোরো জল আনার দাবি থাকতো প্রতি বছর কৃষকদের , গতকাল থেকে খানাকুলের বিভিন্ন প্রান্তে লিভার পাম্প চালু হয়ে গেছে। সিপিএম, বিজেপি এর আগে এইরকম উদ্যোগ নেয়নি পরিষ্কার জানিয়ে দিলেন নজিবুল করিম। উদ্দোক নিয়েছিলেন সর্ব প্রথম হুগলী জেলার খানাকুল 202 বিধান সভার আহ্বাক তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম।সঙ্গে ছিলেন পঞ্চায়েত কর্মদক্ষ নুরনবী মন্ডল,স্থানীয় পঞ্চায়েত,ব্লক, এবং দায়িত্ব প্রাপ্ত নেতা নেত্রী ও মন্ত্রী মহোদয়। আনুমানিক খরচ প্রায় 3 কোটি।
দেখুন পুরো ভিডিওটি NEWS অগ্নির পর্দায়।
রিপোর্ট:- NEWS অগ্নি