Friday, May 14, 2021

খানাকুল :- চাঁপানগরী-বাড়বাউন -পলাশপাই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এলাকায় চলছে বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র বিতরণ ও কিছু নগদ অর্থ প্রদান।রিপোর্ট:- NEWS AGNI অগ্নি

খানাকুল :- চাঁপানগরী-বাড়বাউন -পলাশপাই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এলাকায় চলছে বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র বিতরণ ও কিছু নগদ অর্থ প্রদান।

রিপোর্ট:- NEWS AGNI অগ্নি

Tuesday, May 11, 2021

খানাকুল কৃষ্ণনগর যুব তৃণমূল কংগ্রেস ও খানাকুলের যুবনেতা অর্ণব সরকার , কৃষ্ণনগরের বিশিষ্ট মাস্টারমশাই সৌরভ ভট্টাচার্যের নেতৃত্বে আজ কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে বাজার ও বাজারসংলগ্ন এরিয়ায় দলীয় পতাকা উত্তোলন, আবির খেলা , কৃষ্ণনগর ব্যবসায়ী সমিতির প্রত্যেকটি দোকানে দলনেত্রীর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার খুশিতে মিষ্টি প্রদান ও তার সাথে সাথে করোনা সচেতন বিধি মানার জন্য অ্যানাউন্সমেন্ট ও এরিয়ায় শান্তিপূর্ণতা বজায় রাখার জন্য ঘোষণা করা হলো। উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু ব্যানার্জি , শুভেন্দু দে, এছাড়াও অজিত সরকার সহ কৃষ্ণনগর নাঙ্গুলপাড়া গোপালনগৱেৱ সমস্ত তৃণমূলের কর্মীরা।রিপোর্ট :- NEWS AGNI অগ্নি

খানাকুল কৃষ্ণনগর যুব তৃণমূল কংগ্রেস ও খানাকুলের যুবনেতা অর্ণব সরকার , কৃষ্ণনগরের বিশিষ্ট মাস্টারমশাই সৌরভ ভট্টাচার্যের নেতৃত্বে আজ  কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে বাজার ও বাজারসংলগ্ন এরিয়ায় দলীয় পতাকা উত্তোলন, আবির খেলা , কৃষ্ণনগর ব্যবসায়ী সমিতির প্রত্যেকটি দোকানে দলনেত্রীর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার খুশিতে মিষ্টি প্রদান ও তার সাথে সাথে করোনা সচেতন বিধি মানার জন্য অ্যানাউন্সমেন্ট ও এরিয়ায় শান্তিপূর্ণতা বজায় রাখার জন্য ঘোষণা করা হলো। উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু ব্যানার্জি , শুভেন্দু দে, এছাড়াও অজিত সরকার সহ কৃষ্ণনগর নাঙ্গুলপাড়া গোপালনগৱেৱ সমস্ত তৃণমূলের কর্মীরা।

রিপোর্ট :- NEWS AGNI অগ্নি

Monday, May 3, 2021

রাজহাটি atm সামনে থমথমে পরিবেশ আতঙ্কে মানুষ। দোকানে শুধু দোকানদার, দেখা মিলছে না সাধারণ মানুষের। মানুষের মনে তৈরি হচ্ছে আতঙ্ক।

রাজহাটি atm সামনে থমথমে পরিবেশ আতঙ্কে মানুষ। দোকানে শুধু দোকানদার, দেখা মিলছে না সাধারণ মানুষের। মানুষের মনে তৈরি হচ্ছে আতঙ্ক। 

Tuesday, April 27, 2021

নিজস্ব সংবাদদাতা

নিজস্ব সাংবাদাতা:- বৈদ্যবাটি কৃষ্টিচক্র ক্লাবের পরিচালনায় আয়োজিত অনুর্দ্ধো ১৫ বছরের ঁ হরিগোপাল ভট্টাচার্য্য ও ঁ কমলা ভট্টাচার্য্য মেমোরিয়াল ফুটবল টুর্ণামেন্ট ১৭.০৪.২০২১ থেকে ২৫.০৪.২০২১ ম্যাচ অনুষ্টিত হলো।ফাইনাল ম্যাচ এ ব্যান্ডেল র বানীচক্র ক্লাব (লেনিন পল্লী) প্রতিপক্ষ নবগ্রাম তরুণ সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নতুন প্রজন্মের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করাই ছিল মূল লক্ষ্য। ফাইনাল খেলা তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুর প্রশাসক শ্রী অরিন্দম গুইন, ২০১১ I League র সেরা বাঙালী খেলোয়াড়ী হীরা মন্ডল ও ২০১৭ সালে অনুষ্ঠিত under 17 Football Worldcup ভারতের প্রতিনিধিত্বকারী ফুটবলার অভিজিৎ সরকার।প্রসঙ্গত উল্লেখ যোগ্য যে মহামারী ব্যাপী কোভিড সচেতনতা য় লক্ষনীয় ফলস্বরূপ মাঠে উপস্থিত সবাই করোনা বিধি মোতাবেক মাস্ক পরিহিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার এই রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই রকমটাই জানালেন ক্লাব কর্তৃপক্ষ। রিপোর্ট:- NEWS AGNI অগ্নি

নিজস্ব সাংবাদাতা:- বৈদ্যবাটি কৃষ্টিচক্র ক্লাবের পরিচালনায় আয়োজিত অনুর্দ্ধো ১৫ বছরের ঁ হরিগোপাল ভট্টাচার্য্য ও ঁ কমলা ভট্টাচার্য্য মেমোরিয়াল ফুটবল টুর্ণামেন্ট। ১৭.০৪.২০২১ থেকে ২৫.০৪.২০২১ ম্যাচ অনুষ্টিত হলো। ফাইনাল ম্যাচ এ ব্যান্ডেল র বানীচক্র ক্লাব (লেনিন পল্লী) প্রতিপক্ষ নবগ্রাম তরুণ সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নতুন প্রজন্মের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করাই ছিল মূল লক্ষ্য। ফাইনাল খেলা তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুর প্রশাসক শ্রী অরিন্দম গুইন, ২০১১ I League র সেরা বাঙালী খেলোয়াড়ী হীরা মন্ডল ও ২০১৭ সালে অনুষ্ঠিত under 17 Football Worldcup ভারতের প্রতিনিধিত্বকারী ফুটবলার অভিজিৎ সরকার।প্রসঙ্গত উল্লেখ যোগ্য যে মহামারী ব্যাপী কোভিড  সচেতনতা য় লক্ষনীয় ফলস্বরূপ মাঠে উপস্থিত সবাই করোনা বিধি মোতাবেক মাস্ক পরিহিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার এই রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই রকমটাই জানালেন ক্লাব কর্তৃপক্ষ। রিপোর্ট:- NEWS AGNI অগ্নি

Sunday, April 18, 2021

খানাকুলের রাজহাটি ২ গ্রাম পঞ্চায়েত থেকে সতর্ক বার্তা। খবরের জন্য যোগাযোগ করুন NEWS AGNI অগ্নি ☎️ 9903070007

খানাকুলের রাজহাটি ২ গ্রাম পঞ্চায়েত থেকে সতর্ক বার্তা। খবরের জন্য যোগাযোগ করুন NEWS AGNI অগ্নি ☎️ 9903070007

Wednesday, January 13, 2021

নিজস্ব সংবাদাতা :- ১২/০১/২০২১ হুগলি জেলার খানাকুল নতিবপুর শাখায় ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের রক্তদান,বস্ত্রদান, অঙ্কন ও সংগীত প্রতিযোগিতা সহ মরণোত্তর দেহো ও চক্ষু দান, কীর্তন নাটক বিষয়ক আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো। আমন্ত্রিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় , বিধায়ক সমীর কুমার পাঁজা, বিশিষ্ট সমাজসেবী নজমুল করিম (হুগলী জেলার তৃণমূল সম্পাদক) পঞ্চায়েত কর্মদক্ষ নূর নবী মন্ডল সহ আরো অনেকে। ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের আজ স্বামীজীর 159 তম জন্ম দিবস উপলক্ষে নতীবপুর বিহারীলাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মহৎ রক্তদান ও বস্ত্র দান, অঙ্কন প্রতিযোগিতা ,মরণোত্তর দেহ ও চক্ষু দানের এর অঙ্গীকার এর আয়োজন করা হয় , ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী , সহ সম্পাদক সোমনাথ আচার্য্য , রাজ্য কোষাধ্যক্ষ জগৎতারণ চক্রবর্ত্তী, উজ্জ্বল বটব্যাল, শক্তি প্রসাদ ভট্টাচার্য, অয়ন চট্টোপাধ্যায়, সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্য বৃন্দ, এই অনুষ্ঠানে বিশেষ ভাবে সহযোগিতা করেছে ট্রাষ্টের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য বিশ্বজিৎ রাজপন্ডিত, রূপনারায়ন চক্রবর্ত্তী, আশীষ ভট্টাচার্য, সহ আরো অনেকে । রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আসার কথা থাকলেও তিনি নিজের কাজের ব‍্যস্ততার জন্য একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেন, এদিন এলাকার 100 জন মানুষের হাতে বস্ত্র এবং 70 জন মানুষ স্বেচ্ছায় এই শিবিরে রক্ত দান করেন, অনুষ্ঠানের মঞ্চ থেকে সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী বর্তমান সময়ে ব্রাহ্মণদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন, তিনি বলেন বর্তমানে কিছু ব্রাহ্মণ সরকারি ভাতা পাচ্ছে ,রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের ভাতার ব্যবস্থা করে দেন তার আবেদন করেন। সেই সঙ্গে পূজা পাঠ শেখার জন্য জেলায় ও ব্লকে সরকারি টোল চালু করার অনুরোধ জানাই শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীকে, পাশাপাশি তিনি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর ভূয়শী প্রশংসা করে, বলেন তিনি সবসময় আমাদের এই ট্রাস্টের সমস্ত বিষয়ে নজর রেখেছেন এবং যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি জানান, সুরজিৎ চক্রবর্ত্তী জানান যে হাওড়া সালিকিয়াতে 2017 সালে 3000 ব্রাহ্মন নিয়ে আওয়াজ তুলে ছিলাম সেখানে উপস্থিত ছিলেন মাননীয় লক্ষী রতন শুক্লা মহাশয়। যে আমাদের দেখবে আমরা তাঁকে ব্যাক্তিগত আশীর্বাদ দেবো । সেই কথা এখানেও বলেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী । উনি এও বলেন বিশিষ্ট সমাজসেবী নজিবুল করিম উনিও আমাদের পাশে সময়ে অসময়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। বিভিন্ন মানুষের পাশে আছেন এবং ব্রাহ্মণ দের কেও বিশেষ ভাবে দেখেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, এই সংগঠনে এখন সারা রাজ্যে সদস্যসংখ্যা প্রায় 70,000 । সুরজিৎ চক্রবর্ত্তী আরো জানান আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী সর্ব প্রথম আমাদের কিছু সুযোগ সুবিধা দেবার চেষ্টা করেছেন ধন্যবাদ জানাই ওনাকে। আর একটা কথা বলবো মুখ্যমন্ত্রী আমাদের মতো অন্য অন্য যে ট্রাষ্ট গুলো রয়েছে তাদের এক ছাতার তলার মধ্যে আনতে চাইছেন 2018 সাল থেকে । সম্ভব হবে তখনই যখন সরকারী ভাবে পরিচালনা করা হবে। আমি অনেক ব্রাহ্মণ সংগঠনের সঙ্গে কথা বলেছি তারাও মতামত জানিয়েছে যে কোনো নির্দিষ্ট একটা সংগঠনের ছত্রছায়ায় আমরা কোনো শর্তেই যাবো না, যদি সরকার দায়িত্ব নেই আমরা সরকারের পাশে থাকবো। এখনো অনেক ব্রাহ্মণ সংগঠন আছে যারা অন্য কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত হতে চায় না। কারণ - অন্য একটি সংগঠনের নাম না বলেই জানান যে একটা সংগঠন আছে তাদের রাজ্য সম্পাদক ভুল বার্তা দিচ্ছেন সবাইকে যে তাদের সংগঠন ছাড়া দ্বিতীয় কোনো পশ্চিমবঙ্গের মধ্যে আর সংগঠন নেই। কিন্তু সুরজিৎ চক্রবর্ত্তী মিডিয়ার মাধ্যমে জানান যে খুব শিগিরি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রীর কাছে যেতে চলেছে অন্যান্য ব্রাহ্মণ সংগঠন গুলি একত্রিত হয়ে। গত কয়েক দিন আগে রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জির কাছেও ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্ট পৌঁছেছিল, ট্রাষ্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্ত্তী কে উনি জানিয়েছেন ব্রাহ্মণ দের পাশে আছেন, সুরজিৎ বাবু ট্রাষ্টের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজীব ব্যানার্জী কে ধন্যবাদ জানিয়েছেন । সেই সঙ্গে রাজীব বাবুর শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি সমস্ত ব্রাহ্মণ মন্ডলী । এই ভাবে আমাদের চলার পথে উৎসাহ পেলে আগামীদিনে আরো বেশি করে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারবো। জানালেন রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়।রিপোর্ট - NEWS অগ্নি।