Thursday, June 25, 2020

হওড়া :- ব্রাহ্মণ ট্রাষ্টের পক্ষ থেকে হাওড়া জেলার শিবপুর ব্লকের অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডে বালিটিকুরী বকুলতলা 2 নম্বর রামকৃষ্ণ পল্লীতে এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সৌমেন ব্যানার্জীর সহযোগিতা অম্ববাচি উপলক্ষে ব্রত পালনকারীদের ফল মিস্টি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন শিবপুর ব্লকের সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী।এই অনুষ্ঠানের আহ্বাক সুব্রত চক্রবর্ত্তী (ব্রাহ্মণ সংগঠনে জেলার লিডার।রিপোর্ট :- NEWS অগ্নি

ব্রাহ্মণ ট্রাষ্টের পক্ষ থেকে হাওড়া জেলার শিবপুর ব্লকের অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডে বালিটিকুরী বকুলতলা 2 নম্বর রামকৃষ্ণ পল্লীতে এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সৌমেন ব্যানার্জীর সহযোগিতা অম্ববাচি উপলক্ষে  ব্রত পালনকারীদের ফল মিস্টি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন শিবপুর ব্লকের  সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী।
এই অনুষ্ঠানের আহ্বাক সুব্রত চক্রবর্ত্তী (ব্রাহ্মণ সংগঠনে জেলার লিডার।

রিপোর্ট :- NEWS অগ্নি

Thursday, June 18, 2020

লাদাখ সীমান্তে শহীদ ভারত মাতার বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও স্মরণে.....কোলাঘাট তৃণমূল।

লাদাখ সীমান্তে শহীদ ভারত মাতার বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও স্মরণে..... কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস

Monday, June 8, 2020

আজ সকালে হুগলি জেলার খানাকুল থানার অনন্তনগরে বাইক এবং ট্রাক্টর এর সংঘর্ষ।বাইকে ছিলেন মেদিনীপুরের মামুদপুর বন্ধন ব্যাংক ব্রাঞ্চ হেড। স্থানীয় সূত্রে খবর একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নিজের রাস্তা ছেড়ে উল্টো দিক থেকে আসা একটি বাইক আরোহী সহ ইলেক্ট্রিক পোস্টারে ধাক্কা মারে। আহত ব্যক্তির নাম তন্ময় কুমার মারিক (40+) বাড়ি সেওরাফুলি বৈদবাটি। ঘটনাটি ঘটে অফিস যাওয়ার পথে। ওই সময় সঙ্গে ছিলেন ওনার ব্রাঞ্চের আ্যসিস্টেন ব্রাঞ্চ হেড সমর কুমার মন্ডল মহাশয় ।উনি সাখৎকারে জানাই উনি এবং স্থানীয় মানুষ জন তৎক্ষণাৎ গুরুতর জখম ব্যক্তিকে খানাকুল হসপিটালে এ ভর্তি করেন। পরে পাশাপাশি ব্রাঞ্চ থেকে স্টাফ এসেও সহযোগিতা করেন। এবং সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়। পরে খানাকুল হসপিটাল থেকে আরামবাগ হসপিটালে স্থানান্তরিত করার জন্য বাড়ির লোকেদের জানানো হয়। খানাকুল থানার পক্ষ থেকে হসপিটালে এসে রিপোর্ট নেন। আমরা অনেক সময় দেখি অনেকেই লাইসেন্স ছাড়া গাড়ি চালায়। অন্যদিকে গাড়ী চালকের লাইসেন্স নাই। কি বললো গাড়ি চালক এবং মালিক, আমরা দেখাব..রিপোর্ট :- NEWS অগ্নি☎️ 9903070007 / 9330015603