ভাম্মীভূত ধ্বজা,অগ্নিকান্ড পুরীর মন্দিরে,এটা নাকি বড় বিপদের সঙ্কেত, বলেছেন মন্দিরের পূজারী।
এর মধ্য চিন্তিত সবাই করোনা নিয়ে।
পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই প্রথমবার ঘটলো এমন দুর্ঘটনা। বৃস্পতিবার রাত 9টা নাগাদ আগুন লেগে যায় পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় উড্ডীন ধ্বজা(পতাকা)। যায় পতাকার নাম প্রতিত পাবন।নীল চক্রের ওপর অবস্থিত, এই ধ্বজায় আগুন লেগে যাওয়ার মধ্যে মহা বিপদের ইঙ্গিত পাচ্ছেন বিশ্বাসীরা। প্রাথমিক অনুমান প্রদীপের থেকে। ধ্বজাটি যে ধাতব চক্রে বাঁধা ছিল,সেটি পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতি একাদশীতে বিশালাকৃতি চক্রের সামনে প্রদীপ দেয়া হয়। এই চক্রটি অষ্টধাতু দ্ধারা নির্মিত। যা আগুনে পুড়ে ছাই।
এমনিতে বৃস্পতিবার থেকে পুরীর মন্দির সাধারণের জন্য বন্ধ করা হয়েছে।
রিপোর্ট.....
News অগ্নি
সুরজিৎ চক্রবর্ত্তী